Monday, September 22, 2014
এক ক্লিকেই অনেক ফোল্ডার তৈরি করুন
কেমন আছেন ভাই ও বোনেরা?আমি আপনাদের মাঝে আবার এলাম।।ভালোবাসার টানে
আমি সময় করে নিয়ে আপনাদের মাঝে ফিরে আসি।যাই হোক, আজ আমি আপনাদের একটি
মজার জিনিস দেখাবো।
এক ক্লিকেই কিভাবে অনেক ফোল্ডার বানাবেন? বিশ্বাস হচ্ছেনা? পারবেন অবশ্যই ।চেষ্টা করে দেখুন।
প্রথমে একটি notepad open করুন।এর মধ্যে লিখুন -
MD romel simanto jony Akash rasel mitu borsha brishty
এরপর এটিকে সেভ করুন romel.bat নামে। এরপর এটিকে ডাবল ক্লিক করুন দেখবেন ৮ তি ফোল্ডার হয়ে গেছে।এবং rename হয়ে গেছে।
ভালো লাগলে জানাবেন। :)
এক ক্লিকেই কিভাবে অনেক ফোল্ডার বানাবেন? বিশ্বাস হচ্ছেনা? পারবেন অবশ্যই ।চেষ্টা করে দেখুন।
প্রথমে একটি notepad open করুন।এর মধ্যে লিখুন -
MD romel simanto jony Akash rasel mitu borsha brishty
এরপর এটিকে সেভ করুন romel.bat নামে। এরপর এটিকে ডাবল ক্লিক করুন দেখবেন ৮ তি ফোল্ডার হয়ে গেছে।এবং rename হয়ে গেছে।
ভালো লাগলে জানাবেন। :)
ওয়েবসাইটের স্লাইড শোঃ
এবার List URLs (One per line) এই ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা (http://সহ) লিখুন। একটি ঠিকানা লেখার পর এন্টার দিয়ে আরেকটি ঠিকানা লিখতে হবে। এভাবে যত ইচ্ছা ওয়েবসাইট লেখা যাবে।
সবশেষে Create Link বাটনে ক্লিক করলে লিংক তৈরি হয়ে যাবে। এখন ওই তৈরি করা ওয়েব লিংকে প্রবেশ করলে যুক্ত করা ওয়েবসাইটগুলোর স্লাইড দেখা যাবে এবং বাঁ Previous ও ডানে Next বাটন থাকবে এবং মোট লিংকের (ওয়েবপেজের) সংখ্যা উল্লেখ থাকবে।
রেজিস্ট্রেশনের সুবিধা বা ঝামেলা না থাকায় পরবর্তী সময়ে তৈরি করা স্লাইড লিংকে কোনো সাইট যোগ বা বাদ দেওয়া যাবে না।
Subscribe to:
Posts (Atom)